নগরকান্দা

নগরকান্দায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের অনুদান দিলেন আবদুস সোবহান

নগরকান্দা প্রতিনিধি #
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি, গহেরপুর ও বিবিরকান্দি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহযোগীতা ও কাপড় বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় গহেরপুর মাদ্রাসা মাঠে এসব সামগ্রী বিতরন করেন রিয়া-রাথিন গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ আবদুস সোবহান।
এসময় শতাধিক পরিবারের প্রত্যেকের মাঝে নগদ দুই হাজার টাকা ও শাড়ী, লুঙ্গি বিতরন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ তৈয়ব মাষ্টার, শওকত মেম্বার, কামরুজ্জামান নাননু, জাহিদুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাহামুদুল হাসান, মোঃ আকবর হোসেন, মাওলানা আবদুল কুদ্দুস প্রমুখ।
গত বৃহস্পতিবার ভোরে ফরিদপুরের নগরকান্দা ও সালথার বিভিন্ন গ্রামে ঘুর্নিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় দেড় শতাধিক বসত বাড়ী বিধ্বস্ত হয় এবং কয়েক হাজার গাছপালা উপড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *