কন্ঠ রিপোর্ট।
ফরিদপুর জেলা আওয়ামীলীগের দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে এবং ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে অনুরুপভাবে অভিযান পরিচালনার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের একাশং। সোমবার বেলা ১১টার দিকে নগরকান্দা হাসপাতালের সামনে থেকে নেতা-কর্মীরা বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নগরকান্দা পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু, থানা শ্রমিক লীগের সভাপতি লিয়াকত হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাক হোসেন, পৌর কাউন্সিলর ইউনুস শেখ, আওয়ামী লীগ নেতা তরুন পোদ্দার, ফরিদ মাতুব্বরসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ফরিদপুর সদর আসনে যেভাবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তাতে দল বেশ উপকৃত হয়েছে। নগরকান্দা ও সালথা উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন পদে এখনো বিতর্কিত নেতারা দুর্নীতি ও সন্ত্রাসের পথ বেঁছে নিয়েছেন। তাদের কারনে দল চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিতর্কিত ও দলে অনুপ্রবেশকারী নেতাদের বহিস্কার করে তাদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়। মিছিলকারীরা আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের নাম উচ্চারন করে তাদের বহিস্কারের দাবী তুলেন।
