নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি #
ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের ঐতিহ্যবাহী এম এন একাডেমীর সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ নুরুদ্দীন মিয়া (৭৫) মঙ্গলবার বিকাল ৩ টায় ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি—- রাজিউন) ।
পরিবার পরিজন ও আত্মীয় স্বজন এবং হাজার হাজার ছাত্রছাত্রীকে কাঁিদয়ে প্রিয় শিক্ষকের চিরদিনের জন্য চলে যাওয়ার খবরটি সামাজিক যোগাযোগের মাধ্যমে মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষকের ইন্তেকালে নগরকান্দায় শোকের ছায়া নেমে আসে। এম এন একাডেমীর সবচেয়ে দীর্ঘকাল দায়িত্ব পালনকারী ( ১৯৮৪- ২০০৬) প্রধান শিক্ষক মোঃ নুরুদ্দীন মিয়া যিনি ছিলেন একজন প্রকৃত মানুষ গড়ার কারিগর। তিনি ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তার ব্রত ছিল নগরকান্দাকে শিক্ষায় এগিয়ে নিয়ে যাবেন। যার কারনে অন্যপেশায় না গিয়ে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। নগরকান্দায় ভাল ইংরেজী শিক্ষক না থাকায় অভিভাবকদের অনুরোধে অবসরের পরেও তিনি ছাত্র-ছাত্রীদের ইংরেজী শিক্ষায় পারদশী করতে চেষ্ট চালিয়ে গেছেন। বুধবার সকালে মরহুমের মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল নগরকান্দা এম এন একাডেমী চত্বরে আনা হবে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য । শ্রদ্ধা নিবেদন শেষে এম এন একাডেমী মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।