বিশেষ প্রতিবেদক।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সন্ত্রাসী বাহিনী যদি আগুন সন্ত্রাস করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাহলে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। যে কোন মূল্যে আগামী নির্বাচনে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।
সোমবার বিকাল ৫টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের উদ্ভোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুল হক বকুলের সভাপতিত্বে ও বাবুল আক্তারের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ডে আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ারসহ জেলা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডবোকেট জামাল হোসেন মিয়া, উপ প্রচার সম্পাদক আলী আজগর মানিকসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
