বিশেষ প্রতিবেদক। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্যাহকে তাঁর নিজের ইউনিয়নে নির্বাচনী লড়াইয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। তিনি বলেছেন, ‘আপনি যদি খেলতে চান, এই কাউলিবেড়ায় আপনার সঙ্গে খেলা হবে।’রোববার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের সুন্নাহ মাদ্রাসার ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নিক্সন চৌধুরী। এই ইউনিয়নের কাউলিবেড়া গ্রামে আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্যাহর বাড়ি। তিনি যে মাদ্রাসার মাঠে বক্তব্য দিয়েছেন, তা থেকে জাফরউল্যাহর বাড়ি ২০০ মিটার দূরত্বের মধ্যে।
গত এক বছরে কাউলিবেড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নের বর্ণনা দিয়ে নিক্সন চৌধুরী বলেন, ‘আশা করি, আগামী নির্বাচনে ভাঙ্গার মধ্যে আমি সবচেয়ে বেশি ভোট পাব এই কাউলিবেড়া ইউনিয়নে। আমার নির্বাচনী এলাকাভুক্ত ২৪টি ইউনিয়নের মধ্যে অন্যান্য ইউনিয়নে চ্যালেঞ্জ নয়, কাজী জাফরউল্যাহর সঙ্গে চ্যালেঞ্জ হবে এই কাউলিবেড়া ইউনিয়নে।’
কাজী জাফরউল্যাহকে ‘দক্ষিণ বাংলার কাগুজে বাঘ’ হিসেবে মন্তব্য করে বর্তমান সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, ‘এই কাউলিবেড়াতে ওই কাগুজে বাঘের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া গেলাম।’ তিনি বলেন, ‘১০ বছর ধরে শুধু হুমকি আর হুমকি শুনছি। খালি কলসি বাজে বেশি। এই খালি কলসি ১০ বছর দেখেছি। কারও হুমকিতে ভয় পাবেন না। একটা কথা মনে রাখবেন, নিক্সন চৌধুরী ভয় পাওয়ার প্লেয়ার নয়।’
এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন কাজী।