বোয়ালমারী প্রতিনিধি। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ফরিদপুর জর্জ কোর্টের সাবেক পিপি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. খসরুজ্জামান দুলু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী বাসভবনে তিনি মারা যান। তিনি ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার নিয়াজ জামান সজীবের পিতা। দীর্ঘদিন তিনি ডায়াবেটিকসসহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন তিনি। শনিবার বাদ জোহর দক্ষিন ঝিলটুলী জামে মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব ময়না ইউনিয়নের বেলজানি-খরসূতি মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে খরসূতি গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম, আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়াসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
