চরভদ্রাশন

চরভদ্রাসনে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

চরভদ্রাসন প্রতিনিধি।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা তিনটার দিকে সদর উপজেলার মাথাভাঙ্গা চরে এ ঘটনা ঘটে। নিহত দুই কৃষক মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তুমুল বৃষ্টি শুরু হলে সদর উপজেলার মাথাভাঙ্গা চরে গরু আনতে যান কৃষক জয়নাল মোল্লা (৪০)। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হন জয়নাল মোল্লা। তিনি সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের রেহাই রামনগর গ্রামের বাসিন্দা। অপরদিকে একই সময়ে মাথাভাঙ্গা চরে বজ্রপাতে নিহত হন হাসেম মোল্লা (৬১) নামের আরেক কৃষক। তিনি চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের সবুল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের তনু মোল্লার ছেলে। চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা জানান, দুই কৃষক বৃষ্টির মধ্যে চরে গরু আনতে গেলে বজ্রপাতে তারা মারা যান। তিনি জানান, নিহতদের বাড়ী গিয়ে তাদের পরিবারে সদস্যদের হাতে ২০ হাজার করে টাকা দিয়ে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *