ফরিদপুরের কৃতি কলেজ শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করেছে ইউনিভার্সেল একাডেমী। সোমবার বিকেলে শহরের ঝিলটুলীস্থ ইউনিভার্সেল একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের প্রফেসর (অবঃ) আব্দুল বাতেন। ইউনিভার্সেল একাডেমীর পরিচালক মাহাবুবুর রহমান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ বেলাল হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি কামরুজ্জামান সোহেল, অ্যাডভোকেট মোঃ শাহজাহান মোল্লা। অনুষ্ঠানে জেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়।
