এম আজিজুল হক।
ফরিদপুরে ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নদী ভাঙ্গন কবলিত অসহায় ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এফডিএ)’র উদ্যোগে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে শহরের টেপুরাকান্দি এলাকায় অবস্থিত এফডিএ অফিসে ঈদ সামগ্রী বিতরনের উদ্বোধন করেন ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ লিটন আলী। এসময় উপস্থিত ছিলেন এফডিএ’র পরিচালক আজহারুল ইসলাম, পিডাব্লিউও’র পরিচালক মোঃ হাফিজুর রহমান মন্ডল, আবু ছাহের আলম। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর, নর্থ চ্যানেল, চরমাধবদিয়া, আলিয়াবাদ, অম্বিকাপুর ও পৌর এলাকার হতদরিদ্র ১ হাজার পরিবারের প্রত্যোককে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ লিটার তেল, গুড়া দুধ ও সেমাই বিতরন করা হয়। এফডিএ’র পরিচালক আজহারুল ইসলাম বলেন, প্রতি বছর হতদরিদ্র মানুষের মাঝে এফডিএ নানা কর্মসূচির মাধ্যমে তাদের সহযোগীতার চেষ্টা করছে। শীতের সময় ১ হাজার পরিবারের মাঝে কভারসহ লেপ বিতরন করা হয়েছে। এছাড়া বন্যার সময় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে চাল, সেমাই, চিনি, ডাল, তেল, দুধ বিতরন করা হচ্ছে। তিনি বলেন, যারা একেবারেই হতদরিদ্র তাদের বাছাই করে তালিকা করা হয়েছে। তারা ঈদের দিনে যাতে করে একটু ভালো খাবার পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারে সেজন্যই এ আয়োজন।
