প্রভাত কুমার সাহা, সদরপুর।
আসন্ন সদরপুরের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা ইতোমধ্যেই শুরু করেছেন প্রচারনা। এরই ধাবাহিকতায় বুধবার রাতে ঢেউখালী ইউনিয়নের এলাকাবাসির আয়োজনে ঢেউখালী ইউনিয়ন পরিষদের চত্বরের সামনে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক বেপারীর এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হাজার হাজার জনগন অংশগ্রহন করেন। নাজমুল হাসান বোরহান খানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব ওমর ফারুক বেপারী। প্রতিপক্ষ প্রর্থীদের উদ্যেশ্য করে চেয়ারম্যান ওমর ফারুক বেপারী বলেন, কাঁদা ছোড়া ছুড়ি না করে জনগনের সেবা করে ও ঢেউখালী ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখি। জনগন যাকে ভালোবাসে তাকেই চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবে। এছাড়াও বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মিজানুর রহমান খান পিংকু, বীর মুক্তিযোদ্ধা সুনিল চন্দ্র পাল, মোস্তফা মৃধা, মোশাররফ খালাসী, শাখাওয়াত খান, সালাউদ্দীন চাকলাদার সবুজ প্রমুখ। বক্তারা আগামী ইউনিয়নে পরিষদ নির্বাচনে আলহাজ্ব ওমর ফারুক বেপারী জন্য জনগনে কাছে ভোট প্রার্থনা করেন। উক্ত নির্বাচনী সভাটি জন সমুদ্রে পরিনত হয়ে তা জনসভায় পরিনত হয়। আগামী ৫ জানুয়ারি সদরপুরের ৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।