সুমন ইসলাম #
‘নতুন আকাশে উড়াল’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে দেশের জনপ্রিয় পত্রিকা আমাদের সময়র এর বর্ষপূর্তি উৎসব। এ উপলক্ষে বৃহস্পতিবার কেক কাটা র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে ফরিদপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এস এ মান্নান ক্যাডেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এক র্যালীর আয়োজন করা হয়। পরে থানারোডস্থ দৈনিক আমাদের সময় অফিসে কেক ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের সময় পত্রিকার ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি কামরুজ্জামান সোহেল, সাংবাদিক সুজাউজ্জামান জুয়েল, খায়রুজ্জামান সোহাগসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
