ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের ওরশ শরীফে যাবার পথে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে বাসের ৩০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শনিবার বেলা ১টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের ডাবল ব্রীজের নিকট এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও বাসের যাত্রীরা জানান, আটরশী বিশ্ব জাকের মঞ্জিলের ওরশ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে জাকেরদের নিয়ে একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪২২৪) ফরিদপুরে আসছিল। পথিমধ্যে শহরতলীর বাখুন্ড ডাবল ব্রীজের কাছে পৌছামাত্র বেলা ১টার দিকে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ৩০ যাত্রী আহত হয়। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বাসের যাত্রীরা জানান, শুক্রবার গভীর রাতে জাকেরানদের নিয়ে বাসটি ঈশ্বরগঞ্জ থেকে বিশ্ব জাকের মঞ্জিলের পথে রওয়ানা দেয়। বাসটির চালক ঘুমিয়ে পড়ার কারনে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তাদের ধারনা।
