ফরিদপুর সদর

আগামীর বাজেট: অংশীজনের প্রত্যাশা শীর্ষক ফরিদপুরে শিক্ষা সংলাপ

কন্ঠ রিপোর্ট।
“আগামীর বাজেট: অংশীজনের প্রত্যাশা” শীর্ষক শিক্ষা সংলাপ ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষা সংলাপ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক), মোঃ ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক। রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা। সংলাপে অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম. এ. সামাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাশউদা হোসেন, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরী, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা আক্তার, জেলা শিশু একাডেমীর কর্মকতা হুমায়ুন কবির, চাদপুর ইউপি চেয়ারম্যান সামসুন নাহার মুহিদ, নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বানু, নগরকান্দা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, ফরিদপুর সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খোদেজা বেগম, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদিন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম শেখ, বাকিগঞ্জ ইসরামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, পথকলি সংস্থার পরিচারক মোঃ বিলায়েত হোসেন, এফডিএর নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, ব্লাষ্ট্রের সমন্বয়কারী এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *