বিশেষ প্রতিবেদক।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এ সম্মেলনকে সামনে রেখে গোটা ফরিদপুর জুড়ে এখন দলীয় নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সম্মেলনকে কেন্দ্র করে পদপ্রত্যাশীরা ব্যানার-ফেস্টুর আর বিলবোর্ড দিয়ে ছেয়ে দিয়েছেন গোটা শহর। শহরের গুরুত্বপূর্ন স্থান গুলোতে শোভা পাচ্ছে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে শতাধিক গেট। এছাড়া প্রতিদিনই সভা-সমাবেশ আর শো-ডাউন করছে সভাপতি/সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা।
এরই অংশ হিসাবে সোমবার বিকেলে বিশাল মোটর শোভাযাত্রা বের করেন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার। বিকাল চারটায় শহরের টেপাখোলাস্থ সরকারী ইয়াছিন কলেজ মাঠ থেকে বিশাল মোটর শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পুলিশ লাইন, ডিসি অফিস, প্রেসক্লাব, জনতা ব্যাংকের মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, শ্রীঅঙ্গন, রাজবাড়ী রাস্তার মোড় হয়ে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। মোটর শোভাযাত্রায় থাকা কয়েক হাজার কর্মী-সমর্থক এসময় শামসুল হক ভোলা মাস্টারের পক্ষে স্লোগান দেন এবং তাকে সভাপতি হিসাবে দেখতে চান। প্রেসক্লাব চত্বরে আয়োজন করা হয় সমাবেশের। সেখানে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী শামসুল হক ভোলা মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস সোবহান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অরুন মন্ডল, জেলা যুব মহিলা লীগের সভাপতি রুখসানা আহমেদ মেহেবী। মোটর শোভাযাত্রা ও সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।